অনলাইন ডেস্ক
মেকআপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ভালোবাসেন অনেক মানুষ। অনেকে এটি করেন অর্থ আয়ের জন্য আবার অনেকে শখের বশে। তবে এটি যেমন-তেমন কাজ নয়। এ কাজে অভিজ্ঞ হতে হলে দরকার সময় এবং প্রচুর সাধনার। মাঝেমধ্যেই অভিজ্ঞ শিল্পীর কাজ নজর কাড়ে। তাদের মধ্যে একজন মিমি চোই। যার নিজের পায়ে কলা, পাউরুটি বা টমেটোর আদলে করা মেকআপ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। চোই কানাডাভিত্তিক শিল্পী।
তিনি চিত্তাকর্ষক দৃষ্টিবিভ্রম তৈরি করতে মেকআপ ব্যবহার করেন, যা তার দর্শককে মোহিত করে। বিভ্রম তৈরিতে ক্যানভাস হিসেবে ব্যবহার করেন তার মুখাবয়ব ও শরীরকে। তিনি তৈরি করেছেন দানবের মুখ, কার্নিভাল রাইড, অ্যাকুয়ারিয়ামসহ নানা চিত্তাকর্ষক বিষয়াদি।
তবে সম্প্রতি তার কিছু শিল্পকর্ম ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যায়, চোই তার পাকেই বেছে নিয়েছেন ক্যানভাস হিসেবে এবং এঁকেছেন ক্যাকটাস। শুধু তাই নয়, পায়ে তিনি একে একে এঁকেছেন কেটে রাখা পাউরুটি, কাটা টমেটো, খোসা ছাড়ানো হচ্ছে এমন কলা, কাটা আপেল, জুতাসহ নানা কিছু। দেখলে মনে হবে যেন এগুলো শিল্পীর আঁকা নয়, যেন বাস্তবের বিষয়।
চোইর এসব শিল্পকর্ম দেখে মুগ্ধ নেটিজেনরা। ইনস্টাগ্রামে এক ব্যবহারকারী লিখেছেন, এগুলো খুবই উদ্ভট, কিন্তু চিত্তাকর্ষক। অন্য একজন লিখেছেন, অসাধারণ, মনোমুগ্ধকর। আমার এগুলো পছন্দ হয়েছে। সূত্র: এনডিটিভি