নিজস্ব প্রতিবেদক
মহান স্বাধীনতা দিবস-২০২৪ উপলক্ষে পিকেএস যশোরের উদ্যোগে দুই দিন ব্যাপি বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৭ ও ২৮ মার্চ বুধ ও বৃহস্পতিবার যশোরের চাঁচড়া ডালমিলে পিকেএস হসপিটালে দুইদিন ব্যাপি বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে রোগীদের চক্ষু পরীক্ষা ও বাছাইকৃত ছানি রোগীদের বিনামূল্যে অপারেশন করে লেন্স লাগানো হবে।
এছাড়াও শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত স্বল্পমূল্যে নিয়মিত আউটডোরে চক্ষু রোগীর সেবা দেওয়া হয়। যোগাযোগের মোবাইল নম্বর ঃ ০১৭৩৮১৭৬২৫৩, ০১৩১০৮৭৭৩৬৭।