নিজস্ব প্রতিবেদক
পিকেএস পরিবার কল্যাণ সমিতি যশোরের সহযোগিতায় ১১০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জয়তী সোসাইটির প্রধান কার্যালয়ে এ চিকিৎসা প্রদান করা হয়।
যাদের চোখে ছানি আছে তাদেরকে বিনামূল্যে অপারেশনসহ লেন্স বসানোর ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা করে ১১০ জন রোগীর মধ্যে ৫০ জনের ছানি, ৩ জনের নালী সমস্যা সনাক্ত ও অপারেশনের ব্যবস্থা করা এবং ৫৭ জনকে ব্যবস্থাপত্র দেওয়া হয়।
এই চক্ষু ক্যাম্পে রোগী দেখেন পিকেএস যশোরের মেডিকেল অফিসার ডা. লুৎফুন নাহার ইমা। আরো উপস্থিত ছিলেন পিকেএস যশোর অফিস ম্যানেজার রিফাত খোন্দকার, এমআইএস অফিসার শাহিন হোসেন, ওটি অর্গানাইজার মফিজুর রহমান, সহকারী সিস্টার হালিমা খাতুন।
উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, স্বাস্থ্য ম্যানেজার শামীমা খাতুন, স্বাস্থ্য সহকারী সাদিয়া আফরিন, পলি কুন্ডু প্রমুখ।