নিজস্ব প্রতিবেদক
পরিবার কল্যাণ সমিতি (পিকেএস) যশোরের সাধারণ সম্পাদক ও মাগুরার শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান সাজ্জাদুর রহমান তরফদারের স্ত্রী শামিমা রহমানের (৬৫) রূহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের ভোলা ট্যাংক রোডস্থ মরহুমার বাসভবনে এ দোয়া মাহফিলে আত্মীয়, স্বজন, প্রতিবেশিসহ শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মরহুমার একমাত্র পুত্র সাজিদ তরফদার।
উল্লেখ্য, গত বুধবার তিনি হৃদরোগে আক্রান্ত হলে শহরের জনতা হসপিটালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার বাদ জোহর যশোর ঈদগাহে নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন করা হয়।