নিজস্ব প্রতিবেদক
যশোরে পূর্ব শত্রুতার জেরে ইব্রাহিম হোসেন (৩০) নামে এক রিকশা চালকের হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা। শনিবার রাত ১১টার দিকে সদরের দেয়াড়ার সুইচ গেটের পাশে ঘটনাটি ঘটে। আহত ইব্রাহীম সদরের দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের নুরুল হকের ছেলে। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
আহতের বড় ভাই বাবর আলী বাবু বলেন, ইব্রাহিমের সাথে খালে মাছ ধরার স্থান নির্ধারণ নিয়ে একই এলাকার আব্দুল্লাহ (২৬) ও তার ছোট ভাই আব্দুল মান্নানের (২৩) বিরোধ ছিলো। ওইদিন রাতে ইব্রাহিম রিকশা চালানো শেষে বাজার নিয়ে বাড়ি ফেরার
পথে সদরের দেয়াড়ার ফরিদপুর সুইচ গেট ব্রিজ এলাকায় পৌছালে বিরোধের জেরে আব্দুল্লাহ ও মান্নান লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে তার হাত ও পা ভেঙ্গে ফেলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে গুরুতর জখম অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দীন জানান, তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। এক্সে রির্পোট অনুযায়ী তার হাত ও পা ভেঙ্গে গেছে। কোতোয়ালি থানার এসআই মাইদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।