নিজস্ব প্রতিবেদক
যশোরে ছুরিকাঘাতে শিলা পারভীন (৩৫) নামে এক নারী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে শহরের নীলগঞ্জ সাহাপাড়ায়। তিনি নড়াইলের লোহাগড়ার মাকরাইল গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী। তারা ওই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
আহত শিলার স্বামী ইকবাল হোসেন জানান, তাদের বাড়ি লোহাগড়ায় হলেও বর্তমানে যশোর শহরের নীলগঞ্জ সাহাপাড়ার মুকুল হোসেনের ভাড়া বাড়িতে বসবাস করছেন। দুপুরে বাড়িওয়ালা মুকুলের সাথে তার দুই ছেলে আদিত্য (৩০) ও অভ্র (১৮) জায়গা জমি নিয়ে তর্কবির্তক হয়। এসময় স্ত্রী শিলা তাদেরকে শান্ত করতে গেলে অভ্র তার উপর রাগান্বিত হয়ে তাকে ছুরিকাঘাত করে। এতে তার পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, তার পেটে ছুরিকাঘাতে নাড়িভুড়ি বের হয়ে গেছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
