নিজস্ব প্রতিবেদক
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা অভিযান চালিয়ে যশোরের বাঘারপাড়া এলাকা থেকে ইজিবাইক ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে। এ সময় আরো দুজন পালিয়ে যায়। আটককৃতরা হলো নড়াইল জেলার কালিয়া উপজেলার বিলবাউচ গ্রামের কেরামত খন্দকারের ছেলে তুহিন খন্দকার (৪০), একই জেলার নড়াগাতি থানার ডর বল্লাহাটি বর্তমানে পাখিমারা গ্রামের মৃত ওহাব আলী মোল্লার ছেলে চুন্নু মোল্লা (৩৫)। আটককৃতদের কাছ থেকে ছিনতাইকৃত ইজিবাইক ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পলাতক আসামিরা হলো নড়াইল জেলা সদরের চুনখোল গ্রামের বর্তমানে ভওয়াখালী জমাদ্দার পাড়ার জনৈক সরোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া হাবিবুর মোল্লার ছেলে ফারুক মোল্লা (৩৮) ও একই জেলার শোলপুর গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মামুন শেখ (২৬)। এ ঘটনায় আলিমুদ্দিন রোববার কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় আসামি অজ্ঞাতনামা দেখানো হয়।
৫ মার্চ দুপুরে আলিমুদ্দিন ইজিবাইক নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মুখে পৌঁছালে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি শহরতলীর খয়েরতলা যাওয়ার কথা বলে ৪শ টাকায় ভাড়া নেয়। আলিমুদ্দিন চৌগাছা উপজেলার ফুলসারা নিমতলা গ্রামের মহিউদ্দিনের ছেলে।
আলিমুদ্দিন তাদের নিয়ে খয়েলতলা বাজারে রেল স্টেশনের নিকট আসলে অজ্ঞাতনামা ব্যক্তিরা একটি চায়ের দোকানে নিয়ে আলিমুদ্দিনকে কপি পান করতে দেয়। কপি পান করার পর আলিমুদ্দিন জ্ঞান হারিয়ে ফেললে অজ্ঞাতনামা ব্যক্তিরা আলিমুদ্দিনের ইজিবাইক তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে আলিমুদ্দিন পিবিআই যশোর জেলা অফিসে এসে অভিযোগ দায়ের করে।
১ Comment
Pingback: মুনাফাখোরদের হাতে উঠবে হাতকড়া