নিজস্ব প্রতিবেদক : প্রতারণা করে গরু, টাকা ও মোবাইল ফোন আত্মসাতে অভিযুক্ত কামরুল মোল্লাকে (৪০) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রাম থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সদস্যরা আটক করেছে। এ সময় তার কাছ থেকে একটি গরু উদ্ধার করা হয়। কামরুল মোল্লা যশোরের বাঘারপাড়া উপজেলার জামালপুর গ্রামের আফসার মোল্লার ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে বাঘারপাড়া থানায় একটি প্রতারণা মামলা হয়।
পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, কামরুল মোল্লা চলতি বছরের ১ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত কেশবপুর উপজেলার চিংড়া গ্রামের হাদিউজ্জামান ওরফে চিমির বাড়ির ভাড়টিয়া হিসেবে বসবাস করেন। এ সময় কামরুল প্রতিবেশি মিজানুর রহমানের একটি এড়ে গরু বিক্রিতে সহায়তা করে। এক লাখ টাকায় গরুটি বিক্রি করে দেয়। এরপর মিজানুর রহমানের কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেয়। এভাবে প্রতিবেশি মিন্টু সরদারের একটি এড়ে গরু মূল্য ১ লাখ ২০ হাজার টাকা, প্রতিবেশি মিলনের একটি এড়ে গরু মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা বিক্রয়ের কথা বলে নেয়। আসাদুলের কাছ থেকে ৮৫ হাজার টাকা ধার হিসেবে ও একটি মোবাইল ফোন বিক্রি করে দেয়ার কথা বলে নেয়। এরপর কামরুল ও তার স্ত্রী আসমা খাতুন ২২ আগস্ট দিবাগত রাতে কাউকে কিছু না জানিয়ে গোপনে হাদিউজ্জামানের বাড়ি ভাড়ার ৬ হাজার টাকা বিদ্যুৎ বিলের ১ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৯২ হাজার টাকা আত্মসাত করে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। এ ঘটনায় বাড়ির মালিক হাদিউজ্জামান ৫ নভেম্বর কেশবপুর থানায় কামরুল ও তার স্ত্রী আসমা খাতুনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি প্রতারণা মামলা করে।
সর্বশেষ
- নাশকতার মামলায় বিএনপি নেতা অমিতসহ ৮০ জনের অব্যাহতির আবেদন
- যশোর সদর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের অভিষেক
- হিমোফিলায়া রোগের চিকিৎসায় যশোর হাসপাতালে এইচটিসির যাত্রা শুরু
- শার্শায় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির আর্থিক সহায়তা প্রদান
- এমকে রোডের টেস্টি ট্রিট কনফেকশনারিকে জরিমানা
- ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
- শিগগিরই গঠন হচ্ছে নতুন ২ বিভাগ ও ২ উপজেলা
- ৩ ক্যাটাগরি থেকে বিসিবি নির্বাচনের মনোনয়ন নিলেন ৬০ জন প্রার্থী