নিজস্ব প্রতিবেদক
ডিবি পুলিশ যশোর সদর উপজেলার কায়েতখালী গ্রামে গত রোববার রাতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও চাকুসহ সোহান হোসেন তামিম (২০) নামে এক যুবককে আটক করেছে।
ডিবি পুলিশ সূত্র জানায়, গত রোববার দিবাগত রাতে গোপন সংবাদে কায়েতখালী গ্রামের ইসরাইল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঘরে থাকা আলমারির ড্রয়ার থেকে ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি এবং ৩টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। একই সাথে ওই ঘরে থাকা তামিমকে আটক করা হয়। তবে বাড়ির মালিক ইসরাইল হোসেনকে পাওয়া যায়নি। এই ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।