নিজস্ব প্রতিবেদক
পুকুরে কীটনাশক দিয়ে মাছ মারার মামলায় তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে চৌগাছা থানা পুলিশ। তদন্ত শেষে এসআই মধূসুদন বিশ্বাস আদালতে এই চার্জশিট দাখিল করেন।
অভিযুক্তরা হলো, একই উপজেলার মনমথপুর গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে আব্দুল হামিদ, মৃত মুক্তার আলীর ছেলে জাহিদ হাসান, চাঁদপুর গ্রামের মৃত নূর বক্সের ছেলে আতিয়ার রহমান।
মামলার বিবরণে জানা গেছে, মনমথপুর গ্রামের ভুট্টো মিয়ার সাথে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ২৩ জুলাই সকালে আসামিরা ভুট্টোর বাড়ির সামনে পুকুর পাড়ে গিয়ে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে ভুট্টো এগিয়ে গেলে তাকে মারতে উদ্যত্ত হয়। বাড়ির লোকজন এগিয়ে আসলে আসামিরা খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়। পরদিন ভোরে আসামিদের ভুট্টোর পুকুর পাড়ে ঘোরাঘুরি করতে দেখা যায়।
বেলা বাড়তে না বাড়তেই পুকুরের মাছ মরতে শুরু করে। এতে প্রায় ২ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। এ ঘটনায় ভুট্টো মিয়া ওই তিনজনের বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা করেন। তদন্ত শেষে প্লাস্টিকের বোতল ও মরা মাছের পরীক্ষা এবং সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা।