নিজস্ব প্রতিবেদক
মারপিট করার অভিযোগে পুত্র ও পুত্রবধূর নামে যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন শহরের ঘোপ জেল রোড বেলতলা বৌ-বাজার এলাকার বিমল বিশ্বাস (৭৮)। অভিযুক্তরা হলো, তার ছেলে সাগর বিশ্বাস (৩৫) এবং সাগরের স্ত্রী স্বপ্না বিশ্বাস (৩০)।
বিমল অভিযোগে উল্লেখ করেছেন, তিনি কিডনি, ব্রেন স্ট্রোকসহ বিভিন্ন রোগে ভুগছেন। তার চিকিৎসার প্রয়োজনে তিন ছেলে তাপস বিশ্বাস, সমরেশ বিশ্বাস ও সাগর বিশ্বাসকে জানানো হয়। এদের মধ্যে দুই ছেলে খরচ দেয়ার কথা রাজি হলেও সাগর বিশ্বাস রাজি হয়না। তার বউয়ের পরামর্শে সে কোন সহযোগিতা করতে রাজি হয় না। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সাগর ও তার স্ত্রী বাড়িতে এসে অপর দুই ছেলের সাথে বিবাদ করতে থাকে। সে সময় তিনি নিশেধ করলে তাকে মারতে উদ্যোত হয়। এক পর্যায়ে তার ভাই পলাশ বিশ্বাস ও তার স্ত্রী কল্পনা বিশ্বাস ঠেকাতে গেলে তাদের মারপিট করে। চড়, থাবা, ঘুষি ও লাথি মারে। লোহার রড দিয়ে মারপিট করে। এতে তারা দুইজনই জখম হয়। পরে তাদের হুমকি দিয়ে চলে গেলে আহত দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।