আন্তর্জাতিক ডেস্ক
ইউরোপের দেশ লাটভিয়ায় লিঙ্গ বৈষম্য উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা এতটাই বেশি যে বিবাহযোগ্য অনেক নারীই উপযুক্ত সঙ্গীর খোঁজ পাচ্ছেন না। পরিস্থিতি এমন পর্যায়ে গড়িয়েছে যে নারীরা এখন ঘণ্টা বা দিনের ভিত্তিতে ‘স্বামী ভাড়া’ করতে বাধ্য হচ্ছেন।
দ্য নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় লাটভিয়ায় নারী-পুরুষের অনুপাত ভয়াবহভাবে বদলে গেছে। বর্তমানে দেশটিতে পুরুষের তুলনায় ১৫.৫ শতাংশ বেশি নারী রয়েছে— যা ইউরোপের গড় ব্যবধানের প্রায় তিন গুণ।
বিয়ের প্রস্তাবে পুরুষরা “চাহিদাসম্পন্ন পণ্য”
লাটভিয়ায় এখন এক পুরুষ ১০–১২ জন নারীর কাছ থেকে বিয়ের প্রস্তাব পাচ্ছেন— যদিও অনেক ক্ষেত্রেই তা সীমিত সময়ের জন্য। শুধু তরুণদের মাঝেই নয়, ষাটোর্ধ্ব বয়সীদের ক্ষেত্রেও এই বৈষম্য আরও প্রকট। দেশটিতে ৬৫ বছর বা তার বেশি বয়সী নারীর সংখ্যা পুরুষের তুলনায় তিন গুণ বেশি।
কর্মক্ষেত্র, শিক্ষাঙ্গন এমনকি ব্যবসায়িক প্রতিষ্ঠানেও নারীর আধিপত্য স্পষ্ট। বড় করপোরেশনে চাকরিরত এক তরুণ জানান, “আমার প্রায় সব সহকর্মীই নারী। কাজের ক্ষেত্রে তারা দক্ষ হলেও দেশের লিঙ্গ ভারসাম্য সত্যিই চিন্তার কারণ।”
পুরুষের অভাব মেটাতে নতুন ব্যবসা— ‘ভাড়া স্বামী’
পুরুষ সঙ্গীর ঘাটতি পূরণে লাটভিয়ায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে ‘হ্যান্ডি হাজব্যান্ড’ বা ‘এক ঘণ্টার জন্য স্বামী ভাড়া’ সেবা। কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান ইতোমধ্যেই পুরুষ কর্মী নিয়োগ দিয়েছে, যারা বাড়ি বাড়ি গিয়ে—
-
মিস্ত্রির কাজ
-
রঙ করা
-
জিনিসপত্র মেরামত
-
বৈদ্যুতিন সরঞ্জাম ইনস্টলেশন
-
এমনকি পোষ্য দেখাশোনার কাজও
—একজন গৃহকর্তার মতো সম্পন্ন করে দিচ্ছেন। অনলাইনে বুকিং করে বা ফোনে অনুরোধ করলেই নির্দিষ্ট সময়ের জন্য এই “ভাড়া স্বামী” পাঠিয়ে দেয় প্রতিষ্ঠানগুলো।
কেন তৈরি হলো এমন লিঙ্গ বৈষম্য?
বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতির মূল কারণ লাটভিয়ার পুরুষদের স্বাস্থ্যঝুঁকি ও জীবনযাত্রার অভ্যাস।
গবেষণায় দেখা গেছে—
-
দেশের ৩১% পুরুষ অতিরিক্ত ধূমপায়ী, সেখানে নারী মাত্র ১০%
-
অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও শৃঙ্খলার অভাবে পুরুষদের স্থূলতার হার বেশি
-
ফলস্বরূপ পুরুষদের গড় আয়ু প্রতি বছর কমছে
এই সব মিলিয়েই দেশটিতে নারীর সংখ্যা দ্রুত বাড়ছে, আর পুরুষের সংখ্যা কমছে।
ইউরোপের অন্য দেশেও একই অবস্থা
লাটভিয়া ছাড়াও ইউরোপের বেশ কিছু দেশে ‘রেন্ট মাই হ্যান্ডি হাজব্যান্ড’ নামের সেবা জনপ্রিয় হচ্ছে। গৃহস্থালির কাজের জন্য ঘণ্টা/দিন অনুযায়ী পারিশ্রমিক নিয়ে এই ভাড়া স্বামীরা প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।
