ঢাকা অফিস
এক পুলিশ কর্মকর্তাকে চড় মারার ফলে জেলে যেতে হলো খোদ মুখ্যমন্ত্রীর বোনকে। অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির বোন ওয়াই এস শর্মিলা। চড় মারার পরেই তাকে ১৪ দিনের জন্য জেলে পাঠানো হয়েছে।
ঘটনাটির সূত্রপাত হায়দ্রাবাদে। সরকারি চাকরি নিয়োগের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সিটের কার্যালয়ে যাচ্ছিলেন ওয়াই এস শর্মিলা ঘটনা আঁচ করতে পেরে পুলিশ আগে থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শর্মিলার জুবিলী হিলসের বাড়ির সামনে পুলিশ বাহিনী মোতায়েন করে। বাড়ি থেকে শর্মিলাকে বের হতে বাধা দেওয়া হয়। কিন্তু পুলিশি বাধা উপেক্ষা করেই তিনি উঠে বসেন গাড়িতে। শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে শর্মিলা এক পুলিশ কর্তাকে সপাটে চড় মেরে বসেন। সঙ্গে সঙ্গেই শর্মিলাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়। এই ঘটনাটি ঘিরে দক্ষিণের রাজ্য রাজনীতিতে উঠেছে বিতর্কের ঝড়। তেলেঙ্গানায় পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন ফাঁসের ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। তার মধ্যেই এই ঘটনায় শুরু হয়েছে নতুন বিতর্ক।