নিজস্ব প্রতিবেদক: বুধবার ঢাকার নয়াপল্টনে বিএনপির অফিসের সামনে পুলিশের হামলা, গুলিবর্ষণের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ।
এক বিবৃতিতে তিনি বলেন, সভা সমাবেশ মিছিল করা গণতান্ত্রিক অধিকার। গণতান্ত্রিক অধিকার খর্ব করে ক্ষমতায় টিকে থাকা যায় না-ইতিহাস সেটাই বলে। বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ পণ্ড করলে উদ্ভুত পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে।
তিনি চলমান আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান, গণতান্ত্রিক অধিকার রক্ষা ও নির্দলীয় তদারকি সরকারের অধিনে নির্বাচনসহ নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কারের সংগ্রামকে বেগবান করতে দেশবাসীর প্রতি উদ্ধাত্ত আহবান জানান।