পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পুলিশ কর্মকর্তা পরিচয়ে পাইকগাছার এক কলেজ শিক্ষকের সাথে প্রতারণা ও হয়রানির অভিযোগ উঠেছে। পুলিশ পরিচয়দানকারী ওই নারী আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে কলেজ শিক্ষকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন অভিযোগ করছেন ভুক্তভোগী কলেজ শিক্ষক। এ ঘটনায় কলেজ শিক্ষক বাদী হয়ে ওই নারীসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ভিন্ন ভিন্ন আদালতে একাধিক মামলা ও থানায় জিডি করেছেন। ইতোমধ্যে পিবিআই মামলার তদন্ত শুরু করেছে।
প্রাপ্ত অভিযোগে জানা যায়, খুলনার ডুমুরিয়া উপজেলার আরাজি সাজিয়াড়া এলাকার মা মেয়ে ভিন্ন ভিন্ন পরিচয়ে বিভিন্ন পুরুষকে প্রেমের ফাঁদে ফেলে তাদের সঙ্গে প্রতারণা করে আসছে। মা আকলিমা আক্তার আঁখি ওরফে লিজা খান ওই এলাকার রাজ্জাক সরদারের স্ত্রী ও শোভা ইসলাম ওরফে জেরিন মেয়ে। লিজা খান তার ফেসবুক আইডিতে পুলিশের ছবি ব্যবহার করে যশোর কোতয়ালি থানার এসআই পরিচয় দিয়ে এবং শোভা ইসলাম ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে থাকে। ভুক্তভোগী পাইকগাছা সরকারি কলেজের প্রভাষক মাসুদুর রহমান মন্টু বলেন, চলতি বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে শোভা ইসলামের ফেসবুক ফ্রেন্ড হওয়ার পর সে আমাকে জানায় আমাদের এলাকার গোপালপুর গ্রামের বাসিন্দা জনৈক সেলিম আমার বোন লিজার কাছ থেকে ৮০ হাজার টাকা নিয়েছে এবং বোনের গর্ভে ২ মাসের বাচ্চা রয়েছে। এ ব্যাপারে লিজা খানকে সহযোগিতা করার জন্য। ৩০ জানুয়ারি শোভা ইসলাম একটি ফোন নাম্বার দেয় লিজা খানের সাথে কথা বলার জন্য। আমি ওই নাম্বারে কথা বললে লিজা খান যশোর কোতয়ালি থানায় এসআই পদে কর্মরত আছে উল্লেখ করে জনৈক সেলিমের বিষয়ে সাহায্য চান। লিজা খান তার চাকরিচ্যুত হওয়ার সমস্যার কথা বলে আমাকে খুলনা কেসিসি মার্কেটে ডেকে নিয়ে যায়। সেখানে নেয়ার পর ১৩/০১/২০২৩ তারিখ দেখিয়ে ১ লাখ ১ টাকার একটি এ্যাফিডেফিট করে নেয়। পরে আবার বলে একটি কাবিননামা হলে তার চাকরি যথাযথভাবে বহাল থাকবে। এ কথা বলে অনেক অনুনয় এবং কান্নাকাটি করলে লিজা খান ওরফে আকলিমা আক্তার আঁখির অনুরোধে আমি ২৯/০৩/২০২৩ তারিখ আবারও খুলনা কেসিসি মার্কেটে যাই। সেখানে যাওয়ার পর জনৈক আমিনুর রহমানের কম্পিউটার দোকানে ফেলে আমার কাছ থেকে ১ লাখ ১ টাকার কাবিননামা করে নেয়। পরে ওই কাবিননামাটি আমার স্বাক্ষর ও ফিঙ্গার প্রিন্ট জাল করে ১০ লাখ টাকার বানোয়াট দেনমোহর সৃষ্টি করে। এরপর আপত্তিকর কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে আমার কাছে মোটা অংকের টাকা দাবি করে। তখন আমি চেষ্টা করে তার প্রকৃত পরিচয় জানতে পারি। এরপর আমি প্রথমে শোভা ইসলামকে বিবাদী করে পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি করি, যার নং- ৭৮৮, তারিখ ১৬/০৫/২০২৩, লিজা খানের বিরুদ্ধে জিডি নং-৬০১, তারিখ ১২/০৬/২০২৩। এরপর আকলিমা আক্তার আঁখি, শোভা ইসলাম, কাজী মাওলানা আল আমিন ও মাওঃ ফেরদৌস হোসেনকে আসামী করে অতিরিক্ত মূখ্য মহানগর হাকিমের আমলী আদালত, খুলনা থানা, খুলনায় ৯৫৯/২৩ নং সিআর মামলা করি। এছাড়া বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত খুলনা সদর, খুলনা আদালতে ৯৬/২০২৩ নং দেওয়ানী ও বিভাগীয় সাইবার ট্রাইবুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে আরো একটি মামলা করি। বর্তমানে ওই নারী এলাকার বিভিন্ন মানুষের ম্যাসেঞ্জার ও হোয়াটস অ্যাপে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দিয়ে সামাজিকভাবে হেয় করছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন প্রতারণার স্বীকার ভুক্তভোগী কলেজ শিক্ষক মাসুদুর রহমান ও তার পরিবার।