নিজস্ব প্রতিবেদক: যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় সভাকক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালক আব্দুল আজিজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। প্রধান অতিথি বক্তৃতায় বলেন, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, তোমরাই আগামী ভবিষ্যৎ। সে লক্ষ্যকে সামনে রেখে পড়াশুনা করা উচিত।
এসময় স্বাগত বক্তৃতা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোতোষ কুমার নন্দী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক জগদীশ চন্দ্র বসু, শিক্ষার্থী ফাতিমা জান্নাতি, স্বাগতা বিশ্বাস প্রথা। সর্বমোট ৩২৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।