কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঢাকা মেট্রোপলিটনের পুলিশ সদস্য মুক্তিযোদ্ধার সন্তান আমিরুল ইসলাম পারভেজ হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কালীগঞ্জ উপজেলা শাখা।
রোববার সকালে শহরের মেইন বাসস্ট্যান্ডে বিক্ষোভ ও মানববন্ধন শেষে তারা কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এক স্মারকলিপি জমা দেন। সেই সাথেই গত ২৮ অক্টোবর ঢাকাতে সন্ত্রাসীদের হামলায় বিচারপতির বাসভবন ভাংচুর ও পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগসহ সাংবাদিক ও পুলিশ আহতের ঘটনায় জড়িতদেরও শাস্তির দাবী জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কালীগঞ্জ শাখার সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক পলাশ জোর্য়াদ্দার তুহিন, সহসভাপতি আরাফাত হোসেন অপু ও গোলাম আকবর, সাংগঠনিক সম্পাদক আজমুল হুদা মিন্টুসহ মুক্তিযোদ্ধার সন্তানেরা।