নিজস্ব প্রতিবেদক
যশোরে আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্সের ‘রামাযান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। রোববার পুলেরহাট কৃষ্ণবাটি গ্রামে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্সের সভাপতি ও পিস হসপিটাল যশোরের এমডি ডা. মো. মোসলেম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন রাজশাহীর দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের পরিচালক ও মাসিক আল- ইখলাছ পত্রিকার সম্পাদক শায়খ ড. মুযাফফর বিন মুহসিন।
তিনি বলেন, পবিত্র কুরআন নাজিলের মাস হল রামাযান। রামাযানের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রকৃত মুত্তাকী হওয়ার চেষ্টা করা। মৃত সুন্নাত সমূহ জিন্দা করা এবং যাবতীয় বিদ’আত থেকে বেঁচে থাকার চেষ্টা করা। তিনি আরও বলেন, আহলে হাদীছ মানহাজের এই দ্বীনি প্রতিষ্ঠানটি মূলত নির্ভেজাল তাওহীদ, ছহীহ সুন্নাহ ও ছহীহ দলীল ভিত্তিক ইত্তেবা করাসহ আধুনিক শিক্ষার একটি দ্বীনি শিক্ষাঙ্গন। আহলেহাদীছ অর্থ কুরআন ও ছহীহ হাদীসের নিঃশর্ত অনুসারীদের নাম। প্রতিষ্ঠানটি শিশু পরিচর্যায় ব্যাপক ভূমিকা রেখে চলেছে এবং শিক্ষিত জনশক্তির দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তিনি জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, আমরা সকলে দ্বীন চর্চার মাধ্যমে ইসলামের আসলরূপ ফিরিয়ে আনার চেষ্টা করি। এই প্রচেষ্টাকে কবুল করতে আল্লাহ’র মর্জি কামনা করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রসার সদস্য মো. মামুন-অর-রশিদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট যশোরের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শফিকুল ইসলাম। ঝিকরগাছা বাজার আহলেহাদীছ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মতিউর রহমান, বকচর আহলেহাদীছ জামে মসজিদের খতিব মুত্তালিব বিন ঈমান, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মালেক, মাদ্রাসার সদস্য হাফেজ মশকুর আলম প্রমুখ।
