নিজস্ব প্রতিবেদক
পূর্বশত্রুতার জের ধরে যশোর সদরের কচুয়া নতুন বাজারে হৃদয় (১৭) নামে এক যুবককে মারপিটের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আহত যুবক হৃদয়ের পিতা কচুয়া স্কুল পাড়ার মামুন রোববার ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের নামে মামলা করেন। মামলার আসামিরা হচ্ছে কচুয়ার মেহের আলীর ছেলে বুকারি, একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ইব্রাহিম, আব্দুল হকের ছেলে তুফান, জাফরের ছেলে ইসমাইল হোসেন, আনছার আলীর ছেলে ইকরামুল, গহরের ছেলে হেলাল ও গনি মোল্লার ছেলে খালিদ।
মামলায় মামুন বলেন, আসামিদের সাথে এলাকার সামাজিক অবস্থান নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এরই ধারাবাহিকতায় আসামিরা আমার ও আমার ছেলে হৃদয়কে মারপিট খুন জখম করার জন্য ষড়যন্ত্র করে আসছিলো। ১৩ ফেব্রুয়ারি রাতে হৃদয় কচুয়া বাজারে ওয়াজ মাহফিল শুনতে যায়। আসামিরা হৃদয়কে পাশে ধরে নিয়ে পূর্ব শত্রুতার কারণে পরিকল্পিতভাবে খুন করার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে।
আরও পড়ুন:প্রতারণা চক্রের তিন সদস্য আটক, বিভিন্ন সরঞ্জাম উদ্ধার