নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের পূর্ববারান্দিপাড়া নাথপাড়ায় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়াামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দীন, উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক টিপু সুলতান, সদস্য মারুফ হোসেন খোকন, সামির ইসলাম পিয়াস, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির রায়হান, অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামীম জাকারিয়া, শহর আওয়ামী লীগ সদস্য আমিন মীর, আবুল খায়ের, জেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুল হুদা পনি, সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবুল কাশেম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য ইব্রাহিম শরীফ বিন্তু, যশোর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সদস্য জসিম উদ্দীন প্রমুখ। সভাপতিত্ব করে এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক টিপু সুলতান।