নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলা নির্বাচন উপলক্ষে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার বুধবার বিকেলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড পূর্ব বারান্দিপাড়ার প্রত্যাশা ক্লাবের সামনে নির্বাচনী সমাবেশ করেছেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান।
১ নম্বর ওয়ার্ডের আঞ্চলিক নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক আকিল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক কুমার বোস, এলাকাবাসীর পক্ষে অ্যাডভোকেট বদরুজ্জামান পলাশ, সোহরাব হোসেন, এনামুল হক, মনিরুজ্জামান, আজগার আলী প্রমুখ। পরিচালনা করেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক হারুন অর রশিদ ফুলু।
এরপর ফাতেমা আনোয়ার ৯ নম্বর ওয়ার্ডে র্যাব অফিসের সমানে নির্বাচনী জনসভা, উপশহর, নওয়াপাড়া ইউনিয়ন ও শহরে গণসংযোগ করেন।