নিজস্ব প্রতিবেদক
যশোরে পূর্ব শত্রুতার জেরে নিহাল ইসলাম (১৮) নামে এক স্কুল ছাত্র ছুরিকাঘাতে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপশহর ক্লাবের সামনে। তিনি শহরের ঘোপ সেন্ট্রাল রোডের নজরুল ইসলামের ছেলে ও নিউ টাউন বাদশাহ ফয়সাল ইন্সটিটিউটের দশম শ্রেণির ছাত্র। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত নিহাল বলেন, স্কুলে বোর্ড নির্বাচনী পরীক্ষা চলছে। সোমবার সর্বশেষ কৃষি শিক্ষা পরীক্ষা ছিলো। পরীক্ষা শেষে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে উপশহর ক্লাবের সামনে অজ্ঞাত চারজন পথ গতিরোধ করে আচমকা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এবিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক সামস্ জানান, তার বুকে দুটি ও বাম উরুতে তিনটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি আশংকা মুক্ত রয়েছেন।
আহত নিহালের মা রহিমা বেগম বলেন, উপশহর ডি ব্লকের ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান টমাসের সাথে তার ভাই শফিকুল ইসলাম সোহানের দীর্ঘদিন রাজনৈতিক দন্দ চলে আসছে। তারই জেরে নিহালকে টমাসের সমর্থকরা ছুরিকাঘাত করেছে। তার ভাই শফিকুলকে রাজনৈতিক ঘায়েল করতে তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে এ ছুরিকাঘাত করা হয়েছে। তিনি প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচারের দাবি করেছেন ।
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এবিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহণ করা হবে।
