নিজস্ব প্রতিবেদক
যশোরে পূর্ব শত্রুতার জেরে ফারুক হোসেন (২৫) নামে এক ব্যক্তির কান কেটে নিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে সদরের হৈবতপুরের মথুরাপুর গ্রামে। তিনি ওই এলাকার বাসিন্দা ও সদরের সাতমাইল বারীনগর বাজারের জিল্লু এন্টারপ্রাইজের ডেলিভারিম্যান।
আহত ফারুক জানান, একই এলাকার লালচানের সাথে কয়েকদিন আগে সিগারেটের ধোয়া মুখে মারা নিয়ে তর্কবিতর্ক হয়। পরে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। শুক্রবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে লালচানের বাবার সাথে রাস্তায় দেখা হলে এবিষয়ে কথা বলতে গেলে লালচান ও তার বাবা শরিফুল ইসলাম মারধোর করে। একপর্যায়ে লালচানের হাতে থাকা কাচি দিয়ে তার কান কেটে নেয়। এসময় তার স্ত্রী জেসমিন এগিয়ে আসলে তাকেও মারধোর করে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা দ্রুত স্থান ত্যাগ করে। পরে শনিবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
এবিষয়ে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তার শরীর থেকে ডান পাশের কান বিছিন্ন অবস্থায় নিয়ে আসে। তাকে জরুরি চিকিৎসা শেষে পেয়েং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
১ Comment
Pingback: কীটনাশক পানে মা ও মেয়ে আত্মহত্যার চেষ্টা