নিজস্ব প্রতিবেদক
যশোরে পৃথক দু’টি চুরির ঘটনায় থানায় আলাদা মামলা হয়েছে। এরমধ্যে যশোরে একটি ডেয়ারি ফার্মের সামনে থেকে নাট-বোল্টু চুরির ঘটনায় ইমরান আলী নামে একজনকে ধরে থানায় সোপর্দ করা হয়েছে। ইমরান আলী সদর উপজেলার দেয়াড়া গ্রামের মৃত মিঠুন হোসেনের ছেলে।
যশোর মিলিটারি ফার্মের সিকিউরিটি ইনচার্জ নাজমুল হুদার দায়ের করা মামলা বলা হয়েছে, গত ১৫ আগস্ট দুপুর ১২টার দিকে ইামরান আলী ক্যান্টনমেন্টের ভিতরে ডেয়ারি ফার্ম এলাকায় পাম্পের নাট খুলছিলেন। এসময় তাকে দেখে সন্দেহ হলে নাম-ঠিকানা এবং কেন নাট খুলছে জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেনি। ফলে তাকে ধরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পাশাপাশি এই ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গতকাল শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে সদর উপজেলার জগমোহনপুর গ্রামের ইসমাইল হোসেনের দায়ের করা মামলায় জানা গেছে, খাওয়া-দাওয়া শেষে গত ৯ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। প্রকৃতির ডাকে সাড়া দিতে গভীর রাত সাড়ে ৩টার দিকে বালিশের কাছে রাখা মোবাইল ফোনসেট খুঁজে পাচ্ছিলেন না। এরপরে ঘরে অন্যান্য স্থানে খোঁজখবর নিয়েও পাওয়া যায়নি। পরদিন সকালে দেখতে পান ঘরে থাকা একটি ল্যাপটপও নেই। ফলে অজ্ঞাতনামা চোরেরা ঘরে ঢুকে ল্যাপটপ ও মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় ১৫ আগস্ট রাতে ইসমাইল হোসেন কোতোয়ালি থানায় মামলা করেছেন। তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।