যবিপ্রবি প্রতিনিধি
সার্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেড প্রদান ও স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষকরা।
মঙ্গলবার (২৮ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নিচে অবস্থান করে এ কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যবিপ্রবি শিক্ষক সমিতির আয়োজনে এই কর্মবিরতি পালন করা হয়। আগামী ৩ জুন পর্যন্ত এ কর্মবিরতি পালন করার কথা রয়েছে।
উল্লেখ্য, ২৬ মে যবিপ্রবি শিক্ষক সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত লাইব্রেরি কাম একাডেমিক ভবনের সামনে পেনশন স্কিম বাতিলের দাবিতে মানববন্ধন করেন শিক্ষকেরা। এ সময় তারা পেনশন স্কিমের নেতিবাচক প্রভাব তুলে ধরেন। এর পূর্বে গত ৭ই মে একই দাবিতে মৌন মিছিল করে যবিপ্রবি শিক্ষক সমিতি।
