বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোলে চোখে পেরেক ঢুকে আলিফ সরদার (১২) নামে এক শিশুর একটি চোখ নষ্ট হয়ে গেছে এবং অপর চোখটিও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ডাক্তার জানিয়েছেন অতিসত্বর চোখের কর্ণিয়া সংযোজন করা না হলে অপর চোখটি দ্রুত নষ্ট হয়ে যাবে। আলিফের দৃষ্টি ফেরাতে প্রয়োজন আনুমানিক ৬-৭ লাখ টাকা। যা শ্রমিক পিতা-মাতার পক্ষে অসম্ভব। এমতাবস্থায় সন্তানের চোখের দৃষ্টি ফেরাতে আর্থিক সাহায্যের আকুতি জানিয়েছেন শিশুটির পরিবার।
আলিফের পিতা আকরাম সরদার জানান, গতবছরের ২২ মে বাড়িতে খেলা করার সময় হঠাৎ করে লোহার পেরেক ঢুকে তার চোখের কর্নিয়া নস্ট হয়ে যায়। পরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অপারেশন করে লোহার পেরেকটি অপসারণ করা হলেও শিশুটির ওই চোক নষ্ট হয়ে যায়। চিকিৎসকগণ বলছেন অতি দ্রুত কর্নিয়া সংযোজন করা না হলে অপর চোখটিও নষ্ট হয়ে যেতে পারে। যাতে ব্যয় হবে ৬-৭ লাখ টাকা। যা একজন বেকার জুট মিল শ্রমিক অসহায় পিতার পক্ষে বহন করা দুরূহ ব্যাপার। আকরাম সরদারের দুই ছেলের মধ্যে আলিফ বড়। ছেলের চিকিৎসার জন্য দেশ-বিদেশে সকলের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন।
সাহায্য পাঠাবার ঠিকানা : আকরাম সরদার, গ্রামঃ বলফিন্ড, বেনাপোল, যশোর। মোবাইল : ০১৭৭৭৯০৪৫৮৯ (বিকাশ) এবং ব্যাংক একাউন্ট নং- ০২০০০১৩০১৩৫৪৯। অগ্রণী ব্যাংক লি., স্যার ইকবাল রোড, কর্পোরেট শাখা, খুলনা।
