ক্রীড়া ডেস্ক :
চলতি কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। এই জয়ে বিশ্ব আসরের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে নিয়েছে সেলেসাওরা। এমন খুশির দিনে মরুর বুকে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়টি সর্বকালের সেরা ফুটবল কিংবদন্তি পেলেকে উৎসর্গ করেছে নেইমার-ভিনিসিয়াসরা।
সোমবার (৫ ডিসেম্বর) রাতে দোহার স্টেডিয়াম ৯৭৪’এ ম্যাচ জয়ের পর ব্রাজিল দলের ফুটবলাররা উল্লাস না করে মাঠের এক জায়গায় একত্রিত হন। এসময় সাইডবেঞ্চ থেকে নেইমার ও তার আরেক সতীর্থ একটি ব্যানার নিয়ে মাঠে প্রবেশ করেন।
ব্যানারটি ক্যামেরার দিকে করে পিছনে গিয়ে দাঁড়ান সব ফুটবলাররা। সেই ব্যানারটিতে ১৯৭০ বিশ্বকাপে পেলের করা ঐতিহাসিক এক গোল করার পর উদযাপনের ছবি জুড়ে দেন তারা। যেখানে আরেক পাশে বড় করে লেখা কিংবদন্তি পেলের নাম।
এর মধ্যদিয়ে নেইমাররা বোঝানোর চেষ্টা করেন, কাতার বিশ্বকাপে নিজেদের হেক্সা মিশনে এসেও হাজার হাজার মাইল দুরে থাকা তাদের জাতীয় বীর, কিংবদন্তি ফুটবলার পেলেকে ভুলে যাননি। এজন্য দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়টিকে পেলের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন তারা।
গতবছর সেপ্টেমর মাসে কোলন ক্যান্সার ধরা পড়ে পেলের। এজন্য সেই সময় তার অস্ত্রোপচার করানো হয়। তবুও নিয়মিত কেমোথেরাপি দিতে হচ্ছিল ব্রাজিলকে তিনবার বিশ্বকাপ জেতানো সাবেক এই ফুটবলারকে। কিন্তু গত বুধবার আবারও হঠাৎ করে অসুস্থতা বেড়ে যাওয়ায় ব্রাজিলের সাও পাউলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করানো হয়।
তবে পেলের শরীরে কেমোথেরাপি কাজ করছিল না। ফলে ৮২ বছর বয়সী সাবেক এই কিংবদন্তি ফুটবলারকে দ্রুত প্যালিয়াটিভ কেয়ারে নেওয়া হয়। সেখানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। কারণ এমন অবস্থা থেকে খুব কম সংখ্যক রোগী স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এমনকি তার মৃত্যুর গুঞ্জনও ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে।
এদিকে বিশ্বকাপ শুরুর আগে কাতারে মাঠে বসে খেলা দেখার ইচ্ছে প্রকাশ করেছিলেন পেলে। তবে তার চিকিৎসকরা দীর্ঘ ভ্রমণ করে বিশ্বকাপ দেখতে কাতার যাওয়ার অনুমতি দেননি। এখন তো তিনি জীবনের অন্তিম মুহূর্তে রয়েছেন। কারণ প্যালিয়াটিভ কেয়ারে যারা থাকেন তাদের শুধুমাত্র জীবনের শেষ অবস্থায় থাকা মানুষদের রাখা হয়।
এমন পরিস্থিতিতে কাতারে ব্রাজিলের ম্যাচের সময় পেলেকে স্মরখ করে, তার দ্রুত সুস্থতা কামনায় গ্যালারিতে বিশাল ব্যানার প্রদর্শণ করে দর্শকরা। এবার খোদ নেইমাররাই ব্যানার প্রদর্শন করে পেলের পাশে নিজেদের অবস্থান ঘোষণা করলো তারা।