নিজস্ব প্রতিবেদক
যশোরের প্রধান ডাকঘর থেকে এক কোটি ৭৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগের মামলায় কারাবন্দি সাবেক পোস্ট মাস্টার আব্দুল বাকীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার যশোরের জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম জামিন নামঞ্জুর করে তাকে ফের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এছাড়া একইদিন আব্দুল বাকীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদনের শুনানি শেষে আদালত এ আবেদন নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম।
আদালত সূত্র জানায়, গত ২ ফেব্রুয়ারি শেখ মোহাম্মদ আলী নামের এক আমানতকারীর হিসেব বই দিয়ে জালিয়াতি করে ১৩ লাখ টাকা উঠাতে চেষ্টা করেন বাকী। যা সন্দেহ হয় পোস্ট অফিসের ডেপুটি পোস্ট মাস্টার (ডিপিএম) মেহেরুন্নেছার। পরে তিনি সিডিউল বই চেক করে দেখতে পান ওই তারিখে কোনো টাকাই জমা হয়নি। জালিয়াতির বিষয়টি প্রমাণ পাওয়ায় বিষয়টি ডিপিএম মেহেরুন্নেছা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে গত ৭ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চল (খুলনা) পোস্টমাস্টার জেনারেল শামছুল আলমের নেতৃত্বে একটি টিম যশোর অফিস পরিদর্শন করেন। একই সাথে তিনি একটি তদন্ত কমিটি গঠন করেন। পরে বাকীকে যশোর থেকে খুলনাতে বদলি করা হয়। তদন্তে উঠে আসে জালিয়াতি করে সরকারের এক কোটি ৭৮ লাখ টাকা আত্মসাৎ করেছে বাকী। প্রমাণ পাওয়ায় কর্তৃপক্ষ তাকে গত ১০ ফেব্রুয়ারি পুলিশে সোপর্দ করে। একই সাথে থানা ও দুদকে অভিযোগ দেয়া হয়। এর প্রেক্ষিতে দুদক মামলা করেন। তাকে এ মামলায় শ্যোন এ্যারেস্ট দেখানো হয়। আটক আসামির জামিন প্রার্থনা করে আদালতে আবেদন করা হয়। সোমবার আসামির উপস্থিতিতে জামিন নামঞ্জুর করে আদালত ফের কারাগারে পাঠানোর আদেশ দেন।