নিজস্ব প্রতিবেদক: যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিলনের পোষ্য সন্ত্রাসীরা এক ব্যক্তিকে চাঁদা দাবিতে আটক রেখে মারপিট ও ১৫ হাজার টাকা নেয়ার অভিযোগে মামলা হয়েছে। গত ১৫ এপ্রিল সন্ধ্যায় শহরের পুরাতন কসবার আজিজ সিটিতে এ ঘটনার পরে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শহরের বেজপাড়া মেইন রোডের বাসিন্দা রাজদ্বীপ হালদার মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৬/৭ জনকে আসামি দিয়েছেন। আসামিরা হলো, কাঁঠালতলার রাজিব, স্বাধীন, সেলিম ও আকাশ।
বাদী মামলায় বলেছেন, আজিজ সিটির বাসিন্দা মৃত কামরুজ্জামান রিপনের স্ত্রী শাহানা রহমান বাশি তার পূর্ব পরিচিত। সেই সুবাধে গত ১৫ এপ্রিল সন্ধ্যায় রাজদ্বীপকে ইফতারির জন্য দাওয়াত দেন বাশি। সেখানে পৌছানো মাত্র আসামিরা সেখানে হাজির হয়। ওই সন্ত্রাসীরা সেখানে এসেই বলেছে বাশির সাথে রাজদ্বীপের কোন অবৈধ সম্পর্ক রয়েছে। এসময় রাজদ্বীপ ও বাশিকে আলাদা ঘরে আটক রেখে মারপিট করে। পাশাপাশি দুইজনের কাছ থেকে ৫ লাখ করে ১০ লাখ টাকা চাঁদা হিসেবে দাবি করে। না হলে তাদেরকে জোর পূর্বক বিয়ে দিবে অথবা পুলিশে দিবে বলে হুমকি দেয়। এরই মধ্যে রাজদ্বীপের ব্যবহৃত মোবাইল থেকে তার স্ত্রীকে ফোন করে চাঁদার টাকা নিয়ে আসতে বলে। এসময় বাশি ঘর থেকে ১৫ হাজার টাকা চাঁদা হিসেবে ওই সন্ত্রাসীদের দেন। এরই মধ্যে ভয় দেখিয়ে জোর করে কয়েকটি সাদা কাগজে রাজদ্বীপ ও বাশির স্বাক্ষর করিয়ে নেয়া হয়। পরে টাকা নিয়ে গরীব শাহ’র মাজারের সামনে আসতে বলে রাজদ্বীপের স্ত্রীকে। রাজদ্বীপের স্ত্রী বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ সেখানে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ তাদের দুইজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মামলায় আরো বলেছেন, ওই সন্ত্রাসীরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন মিলনের ছত্রছায়ায় থেকে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরণের অপরাধ অপকর্ম করে বেড়ায়।