নওয়াপাড়া প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় বেদম মারপিটের শিকার হয়েছেন রফিকুল ইসলাম (৪৬) নামে এক দিনমজুর। লাঠির আঘাতে তার সারা শরীর ফুলে গেছে। গত চারদিন ধরে তিনি অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। মারপিটের শিকার গাছ কাটা শ্রমিক রফিকুল ইসলাম যশোর অভয়নগর উপজেলার বিভাগদি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন প্রকল্পের (টিআর) আওতায় পত্রিকায় ‘রাস্তা মেরামত না করেই টাকা তুলে নিলেন ইউপি চেয়ারম্যান’ শিরোনামের একটি প্রতিবেদন সম্পর্কে তালতলা খেয়াঘাটের একটি চায়ের দোকানে লোকজনের সামনে আলোচনা করার সময় সেখানে উপস্থিত বাঘুটিয়ায় ইউনিয়নের চেয়ারম্যান তৈয়েবুর রহমান ও তার সাঙ্গপাঙ্গরা গত বৃহস্পতিবার রাত আটটার দিকে রফিকুলকে বাড়ি থেকে ডেকে বিভাগদি পুকুরপাড়ে বাঁশের লাঠি ও চেয়ার দিয়ে বেদম মারপিট করেন।
আহত রফিকুলের স্ত্রী পারভীন বেগম জানান, আমার স্বামী দিনমজুর। লেখাপড়া জানেনা। একটি চায়ের দোকানে চেয়ারম্যানের রাস্তার কাজ নিয়ে আলোচনার সময় সেখানে বসে থাকায় অন্যায়ভাবে আমার স্বামীকে মারপিট করা হয়েছে। পরে স্থানীয় অর্জুন সেন তাকে থানায় নিয়ে গেলে পুলিশ হাসপাতালে ভর্তি হতে বলে। পরবর্তীতে তারা ব্যবস্থা নিবে বলে জানিয়েছে।
এ ব্যাপারে চেয়ারম্যান তৈয়েবুর রহমান বলেন, কয়েকদিন আগে পত্রিকায় আমার সম্পর্কে রাস্তার কাজ নিয়ে একটি নিউজ এসেছে। এরপর আমি ঢাকায় ছিলাম। রফিকুল উপজেলার বাঘুটিয়া, বুনোরামনগর, শংকরপাশাসহ বিভিন্ন জায়গায় কাজে গিয়ে বলে বেড়াচ্ছে যে চেয়ারম্যান রাস্তার টাকা মেরে ঢাকায় পালিয়েছে। তাই তাকে মারপিট করেছি।
এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। অভিযোগ পেলে এ ধরনের ঘটনায় অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।