নিজস্ব প্রতিবেদক: পূর্ব শত্রুতার জের ধরে যশোর শহরের এমকে রোডস্থ ইডেন মার্কেটের পূর্ব পাশে নাজমা হোটেলের পাশের একটি বাড়িতে হামলা চালিয়ে মারপিট ও ভাংচুর করা হয়েছে। এঘটনায় বাড়ির মালিক বাদশা মিয়া কোতোয়ালি থানায় অভিযোগ করেন।
অভিযোগে তিনি বলেছেন, রোমেল তার প্রতিবেশি। একই সাথে সে সন্ত্রাসী, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। দীর্ঘ দিন ধরে বাদশার সাথে রোমেলের পূর্ব শত্রুতা ও দ্বন্দ্ব চলে আসছে। এ কারণে রোমেল বাদশা ও তার পরিবারের সদস্যদের খুন জখমসহ বড় ধরনের ক্ষতি করার পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় ৩ মে মঙ্গলবার দুপুরে রোমেলের নেতৃত্বে অজ্ঞাতনামা ২/৩ জন লোহার রড, বাঁশের লাঠি ও ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে বাদশার বাড়ি যেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বাদশা প্রতিবাদ করলে তাকে খুন করার উদ্দেশ্যে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এ সময় বাড়ির গেট ও চারটি বৈদ্যুতিক মিটার ভাংচুর করে। এ ছাড়া বাদশার কাছে থাকা ২৫ হাজার টাকা, স্ত্রীর গলায় থাকা একটি চার আনা ওজনের সোনার চেইন, জোর পূর্বক নিয়ে যায়। বাদশার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে হমালাকারী রোমেলসহ অজ্ঞাত সন্ত্রাসীরা হত্যার হুমকিসহ মিথ্যা নারী নির্যাতন মামলায় ফাঁসানোর হুমকি দেয়। এ ঘটনায় বাদশা বৃহস্পতিবার (৫ এপ্রিল) কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই আব্দুর রহমান বলেন, ঘটনাটি সঠিক। এ বিষয়ে দ্রুত মামলা রুজু করে আসামি আটক করা হবে।