কল্যাণ রিপোর্ট: যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ডে অবস্থিত প্রগতি আদর্শ মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন। প্রধান বক্তা ছিলেন যশোর সরকারি এমএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু সাঈদ মোহাম্মদ রফিউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপশহর ইউনিয়নের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সহসভাপতি নূর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম. আইউব ও উপশহর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসান জহির। সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক তৌহিদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক নাজমুল হোসেন।