কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
কিডনি রোগীর চিকিৎসার কথা বলে মিথ্যার আশ্রয়ে টাকা তোলার সময়ে স্থানীয় জনতার হাতে ধরা খেয়েছে চার প্রতারক। তারা হলেন, খুলনা খানজাহান থানার ফরিদপুর গ্রামের নাইম, ফুলবাড়ি গেট এলাকার সোহেল, আল-আমিন ও মিজান। শনিবার দুপুরে কালীগঞ্জ রহমানিয়া সুপার মার্কেটে টাকা তুলতে এসে তারা ধরা খায়।
রহমানিয়া মার্কেটের ব্যবসায়ীরা জানায়, খুলনা থেকে ৪ যুবক তাদের মার্কেটে এসে কিডনি রোগীর সহায়তার কথা বলে টাকা তুলছিল। প্রতারকদের হাতে টাকা তোলার একটি কাটুনে লেখা ছিল তাদের ভাই দিনমজুর আসাদুল আলম মিলনের কিডনি ড্যামেজ হয়ে মেডিকেল কলেজে ভর্তি আছে। তার চিকিৎসার জন্য সহায়তা চায়। কিন্তু এ সময় প্রতারকদের গতিবিধি সন্দেহ হলে ব্যবসায়ী ও জনতা মিলে তাদেরকে আটক করে তাদের স্থানীয় ইউপি সদস্য মনিরের সাথে কথা বলে জানতে পারেন তারা প্রতারক। পরে জনতা তাদের উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দেয় এবং প্রতারকদের উত্তোলনকৃত এক হাজার ১শ ৭৭ টাকা স্থানীয় এতিমখানায় দান করেন।