নিজস্ব প্রতিবেদক
যশোরে মৃত আইনজীবীর স্বাক্ষর জালিয়াতি ও নোটারি পাবলিকের মাধ্যমে ধর্মান্তরিত হওয়ার হলফনামা তৈরির অভিযোগে দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য নোটারিয়ান জিএম আবু মুছা বাদী হয়ে এই মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য বিশেষ পুলিশ সুপার (সিআইডি) যশোরকে আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামের আকছেদ আলী সরদারের ছেলে আব্দুল্লাহ আল মামুন ও সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কৃষ্ণ গোবিন্দপুর গ্রামের বৃন্দাবন সরকারের মেয়ে সুবর্ণা রানী সরকার ওরফে খাদিজা খাতুন।
অ্যাডভোকেট জিএম আবু মুছা মামলায় জানিয়েছেন, তিনি দীর্ঘ দিন ধরে সুনামের সাথে যশোরে আইন পেশার পাশাপাশি নোটারি পাকলিকের কাজ করে আসছেন। গত ২৬ মে বিকেলে দুই জন অপরিচিত লোক আবু মুছার কার্যালয়ে এসে নোটারি পাবলিক সম্পন্ন করা একটি হলফনামার ফটোকপি দিয়ে তারা সার্টিফাইড কপি তুলতে চায়। এ সময় অ্যাডভোকেট আবু মুছা দেখেন ফটোকপিতে নোটারি সিরিয়াল নম্বর, সাক্ষর, সিল, স্টিকার ও মৃত আইনজীবী তুহিন চন্দ্র মজুমদার সনাক্তকারী হিসেবে উল্লেখ আছে। এরমধ্যে অপরিচিত ওই দুইজন হলফনামার ফটোকটি তার কার্যালয়ে ফেলে কৌশলে পলিয়ে যায়। পরে তিনি নোটারি রেজিস্ট্রার মিলিয়ে দেখেন ওই হলফনামাটি সম্পূর্ণ জালজালিয়াতি করে তৈরি করা। আসামিরা জালিয়াতি করে ধর্মান্তরিত হওয়ার হলফনামা তৈরি ও বিয়ের ঘোষণা দেয়ায় তিনি আদালতে এই মামলাটি করেছেন।