নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ডাউনলোড করে সেখানে নিজেদের নাম্বার বসিয়ে অনলাইনে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আপলোড দিতেন তারা। পরে গ্রাহক তাদেরকে কল করলে তারা নিজেদেরকে ডাক্তার আবার কখনো সেলস ম্যানেজার পরিচয় দিতেন। চটেকদারী বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রি করে বিকাশের মাধ্যমে টাকা হাতয়ে নিতেন। পরে আসল পণ্যের পরিবর্তে দিতেন ভেজাল পণ্য। এ কাজে তারা ব্যবহার করতেন একাধিক মোবাইল ফোন, সিমসহ বিভিন্ন সরঞ্জাম। দীর্ঘদিন ধরে প্রতারণা
করে আসলেও এবার আর শেষ রক্ষা হয়নি তাদের। এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া চক্রের তিন সদস্যকে আটক করেছে যশোর কোতোয়ালি পুলিশের সদস্যরা। বিশেষ অভিযানে চট্টগ্রাম জেলাতে অভিযান চালিয়ে আন্তঃজেলা চক্রের প্রতারক তিনসদস্যকে আটক করা হয়। রোববার দুপুরে কোতোয়ালি থানায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান এ তথ্য জানান। আটককৃতরা হলেন, চট্টগ্রাম দক্ষিণ পাহাড়তলীর বারকুয়াদা গ্রামের মৃত শরীফ হোসেনের ছেলে শাকিল হোসেন, খাগড়াছড়ি মানিকছড়ির জহিরুল আলমের ছেলে শুকুর আলী ও পাবনার সাথিয়া উপজেলার নুরদহের সালাহউদ্দিন শেখের ছেলে মহিউদ্দিন শেখ নিরব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম, তদন্ত ওসি একে এম সফিকুল আলম চৌধুরী, মামলা তদন্ত কর্মকর্তা এসআই তাপস মন্ডল, অভিযানে অংশ নেয়া এসআই আনসারুল হক প্রমুখ।
আরও পড়ুন:যশোরে কিশোরী লামিয়া আটক
১ Comment
Pingback: পূর্বত্রুতার জের ধরে যুবককে মারপিটের অভিযোগে মামলা