নিজস্ব প্রতিবেদক
যশোরে প্রতিপক্ষের হামলায় এক দম্পতি আহত হয়েছেন। তারা হলেন, ঝিকরগাছার হাজিরবাগের বরুণহাল পূর্বপাড়া গ্রামের তুহিন হোসেন (৩৫) ও তার স্ত্রী খুকুমনি (২৭)। গুরুতর অবস্থায় প্রথমে তাদের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত তুহিন জানান, পূর্ব শত্রুতার জেরধরে তাদের সাথে একই গ্রামের সোহরাব হোসেনের বিরোধ চলে আসছিলো। ১৯ এপ্রিল দুপুরে সোহরাব হোসেনের নেতৃত্বে আলীরাজ, জামাল হোসেন, গিয়াস, কামরুজ্জামান, মোমিন, অহিদ, সুজা উদ্দীন, সোহাগ, রশিদ, সুমনসহ অজ্ঞাত ১৫-২০ জন তার বাড়িতে হামলা চালিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এ সময় তার স্ত্রী খুকুমনি বাধাদিতে এলে হামলাকারীরা তাকেও পিটিয়ে জখম করেন। এ সময় তারা তার বাড়ি ঘরও ভাংচুর করে মালামাল লুট করে। পরে পরিবারের অন্য সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে ২১ এপ্রিল ছাড়পত্র নিয়ে বাড়িতে যান। ২২ এপ্রিল সকালে তারা আবারও তাদের বাড়িতে এসে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। এ সময় তারা বাড়ি ছাড়তে অস্বীকার করলে তাদের আবারও মারপিট করা হয়। পরে তারা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
আহত তুহিনের দাবি, তাদের স্বামী ও স্ত্রীকে মারপিট করে ঘরে জমি বিক্রির টাকা ও স্বর্ণ অলংকার লুট করে নিয়ে গেছে তারা। এছাড়াও তাদের বাড়ি-ঘর ভাংচুর করায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।