দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় আহত ওই নারীর স্বামী দেবহাটা থানায় অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, উপজেলার ঘলঘলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরদারের পুত্র রুহুল আমিনের স্ত্রী আছমা খাতুনকে একই গ্রামের ওয়াজ কুরানীর স্ত্রী জাহানারা খাতুন, মোনারুল ইসলাম ও মোমেনা খাতুন মেরে পা ভেঙে দিয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় রুহুল আমিন তার স্ত্রীকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।