নিজস্ব প্রতিবেদক: ‘সাংস্কৃতিক অগ্রযাত্রায় আমরা’ স্লোগান নিয়ে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠন পুনশ্চ যশোর। শনিবার শহরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানের রওশন আলী মঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। এরপর পুনশ্চের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শুভেচ্ছা বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন অর রশিদ,
তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, প্রেসক্লাব যশোরের সম্পাদক তৌহিদুর রহমান, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল,
নৃত্যবিতান যশোরের পরিচালক সঞ্জিব চক্রবর্তী, সুরধনী সঙ্গীত একাডেমির সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল, প্রথম আলো জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম।
আলোচনা সভা শেষে খায়রুল বাসারের রচনা ও অভিজিৎ পাল পরিচালিত নাটক জনৈক ইমান আলী পরিবেশনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর পর্দা নামে।