নিজস্ব প্রতিবেদক
যশোরের রাজনীতিতে যে সৌহার্দ্য, সহমর্মিতা আর সহাবস্থানের ঐতিহ্য একসময় ছিল—তা ফিরিয়ে আনার অঙ্গীকার করলেন যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি দৃঢ় কণ্ঠে জানালেন—তারেক রহমান-এর নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশ থেকে প্রতিহিংসার রাজনীতি চিরতরে বন্ধ করা হবে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে যশোর শহরের একটি অভিজাত হোটেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে হৃদয়ছোঁয়া মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভাটির আয়োজন করে প্রেসক্লাব যশোর—যার একজন গর্বিত সদস্য অনিন্দ্য ইসলাম অমিত নিজেই।
‘মাথা হেট করার মতো কোনো কাজ করবো না’
সাংবাদিকদের সামনে আবেগে আপ্লুত হয়ে অমিত বলেন,
“নির্বাচনে বিজয়ী হতে পারলে তরিকুল ইসলামের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে আমি এমন কোনো কাজ করবো না—যাতে মাথা হেট হয়ে যায়।”
তার কণ্ঠে ছিল দায়বদ্ধতার দৃঢ়তা। তিনি স্মরণ করিয়ে দেন—যশোরের রাজনীতি একসময় ছিল সহনশীল ও সৌহার্দ্যপূর্ণ। গত দেড় দশকে সেই ঐতিহ্যকে ভেঙে দেওয়া হয়েছে।
“বিজয়ী হলে সেই ঐতিহ্য পুনরুদ্ধার করে একটি শান্তিপূর্ণ ও উন্নত যশোর উপহার দেওয়াই হবে আমার প্রথম দায়িত্ব”—বললেন তিনি।
ঝুঁকি নিয়েই রাজনীতি, ভয় নয় বিশ্বাসই শক্তি
নির্বাচনী ঝুঁকি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে অমিতের উত্তর ছিল বিশ্বাসে ভর করা—
“আমি স্রষ্টায় বিশ্বাস করি। তিনি যা কপালে লিখবেন তাই হবে। রাজনীতি মানেই ঝুঁকি। বিগত ১৬ বছর আমিসহ বিএনপির নেতাকর্মীরা চরম ঝুঁকি নিয়েই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থেকেছি। এখন ভয় পেলে চলবে না—শুধু আপনারা দোয়া করবেন।”
সাংবাদিকদের প্রতি ঋণস্বীকার
নিজের বক্তব্যের শুরুতেই যশোরের সাংবাদিকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন অমিত।
তিনি স্মরণ করেন সেই কঠিন সময়গুলোর কথা—যখন রাতের আঁধারে বিএনপির নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর হচ্ছিল, হামলা হচ্ছিল নেতাদের ওপর; তখন যশোরের সাংবাদিকরা শীত উপেক্ষা করে ঘটনাস্থলে ছুটে গেছেন, পাশে দাঁড়িয়েছেন।
“একাদশ নির্বাচনের সময় যখন আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, বারবার হামলার শিকার হচ্ছিলাম—সেই সময় সাংবাদিকরা ছায়ার মতো আমার পাশে ছিলেন। সেই ঋণ আমি কোনোদিন ভুলবো না।”
সাংবাদিকদের উদ্দেশে তার কণ্ঠে ছিল আবেদন—
“আপনারা যদি মনে করেন আমি আপনাদের প্রতিনিধি, জনগণের প্রতিনিধি—তাহলে অতীতের মতো এবারও আপনারা আমার পাশে থাকবেন—এই বিশ্বাস রাখি।”
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা ও নগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক ও সংবাদমাধ্যম সংশ্লিষ্টরা।
সাংবাদিকদের পক্ষ থেকে নির্বাচনে বিজয়ী হলে যশোর উন্নয়নে নির্দিষ্ট কিছু খাতে বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানানো হয়। একইসঙ্গে প্রেসক্লাবের সদস্য হিসেবে অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি আন্তরিক সমর্থনের প্রতিশ্রুতিও দেওয়া হয়।
