নিজস্ব প্রতিবেদক ও কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
যশোর মুড়লী মোড়ে সমাবেশ শুরুর পর উপস্থিত নেতা-কর্মীদের নজর কাড়ে খালেদা জিয়ার প্রতীকী কারাগার। এর ভেতর থেকে একটি শিশু খালেদা জিয়া সেজে সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিল। বিএনপির রোডমার্চের বহরে ‘কারাবন্দি খালেদা জিয়া’ সেজে সবার নজর কাড়ে হুমায়ারা জান্নাত প্রার্থনা নামে ৬ বছর বয়সী এক মেয়ে। হুমায়ারা জান্নাত প্রার্থনা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান হামিদের কন্যা। বেগম খালেদা জিয়া স্ব-শরীরে না থাকলেও প্রতীকিভাবেই তাকে উপস্থিত রাখা হয়। সেজে আসা খালেদা জিয়াকে একনজর দেখতে হুমড়ি খেয়ে পড়ে কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা। একটি প্রিক্যাপের উপরে প্রতীকী কারাগারের বাইরে নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছিলেন। এসময় উৎসুক নেতাকর্মীরাও তার সঙ্গে সেলফি ও ছবি তুলতে দেখা যায়। পাশাপাশি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই গানও বাজতে শোনা যায়। প্রিক্যাপের উপরে থাকা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম বলেছেন, তিনি তার মেয়েকে খালেদা জিয়ার সাজে সাজিয়ে প্রতীকী কারাগারে আবদ্ধ করে সমাবেশস্থলে আসেন। মঞ্চের চারপাশে ঘোরে এই শিশু। এ সময় নেতা-কর্মীরা তাকে শুভেচ্ছা জানায়। দেখা যায়, বহরের একটি পিকআপ ভ্যানে ভ্রাম্যমাণ কারাগারে বন্দি অবস্থায় রাখা হয়েছে প্রতীকি খালেদা জিয়াকে। সেই কারাগারে বসেই হাত তুলে নেতাকর্মীদের উৎসাহ দিচ্ছেন।
সর্বশেষ
- মায়ের জানাজায় দোয়া চাইলেন ছেলে
- খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত
- যতদূর চোখ যায়, মানুষ আর মানুষ
- খালেদা জিয়ার জানাজায় যোগ দিচ্ছেন ৩২ দেশের কূটনীতিক
- খালেদা জিয়ার মহাপ্রয়াণে শোকে স্তব্ধ যশোর
- খালেদা জিয়ার জানাজা : জনসমুদ্র মানিক মিয়া অ্যাভিনিউ
- খালেদা জিয়ার মৃত্যুতে যশোরের বিভিন্ন মহলের শোক
- ঋণখেলাপি হওয়ায় যশোর-৪ আসনে আইয়ুবের প্রার্থিতা গ্রহণ না করতে ব্যাংকের চিঠি
