যশোর ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াবে এবারের আসর। ইতোমধ্যে দলবদল সম্পন্ন হয়েছে। ১২টি দল নিজেদের পছন্দমত ক্রিকেটার নিয়ে সাজানোর চেষ্টা করেছে সেরা দল। এছাড়া দলে বহিরাগত ক্রিকেটার নেয়ার সুযোগ রাখা হয়েছে।
কে কত সেরা দল গঠন করেছে অবশ্য তা বলে দেবে মাঠে। তবে তার আগে কে কেমন দল গড়লো তা জানার চেষ্টা করেছেন দৈনিক কল্যাণের ক্রীড়া প্রতিবেদক এম এ রাজা। ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় দিনে থাকছে প্রথমবার প্রিমিয়ার ডিভিশনে সুযোগ পাওয়া প্রদিপ্ত পথ ক্রিকেট একাডেমি নিয়ে।
২০১২ সালে ঝিকরগাছা ক্রিকেট একাডেমির পথ চলা শুরু। এই নামেই যশোর ক্রিকেট লিগে অ্যাফিলিয়েশন পায় দলটি। ২০১৭-২০১৮ মৌসুমে ঝিকরগাছার দ্বিতীয় হিসেবে প্রিমিয়ার ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করে। তবে যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের আগে বাতিল হওয়ার ৪৪টি ক্লাবের মধ্যে একটি ছিল ঝিকরগাছা ক্রিকেট একাডেমি।
তাতে জেলার সর্বোচ্চ লিগের স্বপ্ন ভেঙ্গে যায়। তবে এখানে থেমে থাকেনি ক্লাবের কর্মকর্তারা। দ্বিতীয় বিভাগের খেলা ব্লু স্কাই ক্লাবটি কিনে নেয় তারা। পরে নাম পরিবর্তন করে রাখা হয় প্রদিপ্ত ক্রিকেট একাডেমি। এই নামে খেলেই গতবছর প্রথম বিভাগের চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার ডিভিশনের খেলার যোগ্যতা অর্জন করে ঝিকরগাছার দলটি। আর প্রথমবারই খেলতে এসে চ্যাম্পিয়ন হয়ে চমক দেখাতে চায় প্রদীপ্ত পথ ক্রিকেট একাডেমি। সেই লক্ষ্যে খেলোয়াড় সংগ্রহে চমক দেখিয়েছে দলটি। গড়েছে দারুন ভারসাম্যপূর্ণ দল। দলটির কোচের দায়িত্ব থাকবেন যশোর জেলা দলের সাবেক অধিনায়ক শাহারিয়ার আরিফ কৌশিক ও ম্যানেজার হিসেবে থাকবেন জাহিদুর রহমান রাসেল।
ঝিকরগাছা ক্রিকেট একাডেমির পরিচালক ও যশোর জেলা দলের সাবেক অধিনায়ক যশোরের পরীক্ষিত ক্রিকেটার হাবিবুল বাশারকে ঘিরেই সব পরিকল্পনা হবে। দলকে প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার তুলে আনতে ব্যাট বল হাতে দারুন ভূমিকা রাখেন। ওই দলেরই আর এক সদস্য মুকুল হোসেনকে দেখা যাবে টপ অর্ডারে। মুকুলের সাথে জেলা অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড় বারিকুল ইসলাম ও মেজবাহকে দেখা যাবে। এদের বাইরে একজন বহিরাগত খেলোয়াড়কে দলে ভেড়াবেন বলে জানা গেছে।
মিডল অর্ডারে আছেন যশোরের পরীক্ষিত পারফরর্মার মুরাদ হোসেন নবাব। সর্বশেষ মৌসুমে আরএন রোড বয়েজকে প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে তুলতে বেশ কয়েকবার দেখিয়েছিলেন তার নবাবী। এছাড়া বয়স ভিত্তিক ক্রিকেটে ধারাবাহিক খেলা আরিফ খান জয়ও থাকবেন। ঝিকরগাছা ক্রিকেট একাডেমিতে ক্রিকেটে হাতে খড়ি জয়ের। তবে বয়স ভিত্তিক ক্রিকেটে যেভাবে দ্যূতি ছড়িয়েছিলেন তার ছিটে ফোঁটাও দেখা যায়নি শীর্ষ পর্যায়ে।
দলের উইকেটকিপারের দায়িত্ব দেখা যাবে সর্বশেষ মৌসুমে ঝিকরগাছার জাগরণী সংসদে খেলা কাজি জামালের। কাজি জামালের সাথে দেখা যাবে প্রথম বিভাগে উইকেটকিপারের দায়িত্ব পালন করা আমিনুর রহমানকে।
প্রথম পর্যায়ে দল নিশ্চিত না করলেও স্পিন বিভাগে দায়িত্ব সামলাবেন সর্বশেষ যশোর জেলা দলের অধিনায়কের দায়িত্বপালন করা অফস্পিনার শমসের-আলম হিরা। হিরার সাথে দুই বাঁহাতি স্পিনার তানভীর হাসান ও রাইসুল ইসলাম।
দলের পেস বিভাগের দায়িত্বে থাকবেন ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ^কাপ খেলা রনি হোসেন। রনির সাথে থাকবেন জেলার অভিজ্ঞ পেসার লাকাতুজ্জামান রুবেল। শেষ দিকে লাকার ব্যাটিংও দলের ভরসা জুগাবে। এখনও পর্যন্ত দলের অধিনায়ক কে হবে তা ঠিক করা হয়নি।
প্রদিপ্ত পথ ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক শাহানুর কবির হ্যাপি বলেন, ঝিকরগাছার মেধাবি ক্রিকেটাররে বিনামূল্যে প্রাকটিশের সুযোগ করে দিতে ও জেলা শীর্ষ খেলার লক্ষ্যে ২০১২ সালে ঝিকরগাছা ক্রিকেট একাডেমির যাত্রা শুরু হয়। বর্তমানে এই একাডেমির বেশ কয়েকজন ক্রিকেটার ঢাকা, যশোরের বিভিন্ন লিগে অংশ গ্রহণ করছেন। সেই হিসেবে আমাদের প্রথম লক্ষ্য পূরণ হয়েছে। তবে এর আগেও যশোর প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করলেও অংশ নিতে পারেনি। এবারই প্রথমবারই খেলবো। প্রথমবারই চ্যাম্পিয়ন হয়ে চমক দেখাতে চাই।তবে স্বপ্ন পূরণে ম্যাচ বাই ম্যাচ এগোতে চায় বলে মন্তব্য করেন তিনি।
প্রদিপ্ত পথ ক্রিকেট একাডেমি দল
মুরাদ হোসেন নবাব, শাহাবুদ্দীন আহমেদ, আহমেদ রেজা, আরিফ খান জয়, রাকিবুল ইসলাম, হাবিবুর রহমান, মাহাবুব হাসান, রনি হোসেন, কাজি জামাল, মিরাজুল ইসলাম, শুভ রায়, আমিনুর রহমান, মুকুল হোসেন, হাবিবুল বাশার, রাইসুল ইসলাম, তানভীর হাসান ও লাকাতুজ্জামান রুবেল, শমসের আল হিরা।
১ Comment
Pingback: গাল্ফ অয়েল বাংলাদেশের সিইও সাকিব - Dainikkalyan