নিজস্ব প্রতিবেদক
জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ গ্রহণ করবে যশোর স্ট্রিম সুইমিং ক্লাব। প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য রোববার সকালে যশোর ত্যাগ করেছেন স্ট্রিম সুইমিং ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তারা। ক্লাবের সাধারণ সম্পাদক ও দলের কোচ আব্দুর রহিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার থেকে ঢাকার মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হবে জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতার ৩৪-তম আসর। এ প্রতিযোগিতার সমাপনী ঘটবে বৃহস্পতিবার।
দলে রয়েছেন ১১ জন খেলোয়াড়ের পাশাপাশি দু’জন টিম অফিশিয়াল। টিমের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন গোলাম মোর্শেদ লিন্টু, কোচ হিসেবে সাথে রয়েছেন আব্দুর রহিম।
খেলোয়াড়রা হলেন, আল-আমিন হোসেন আকাশ, আব্দুর রহমান, আব্দুল্লাহ হোসেন, বিল্লাল, গোলাম রব্বানি, আলিফ হোসেন, জাহাঙ্গীর হোসেন, সিহাব, রাতুল, তানভির হোসেন ও এজাজ হোসেন।
এই প্রথম বারের মত স্টিম সুইমিং ক্লাব জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে। সে কারণে দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের জন্য যশোরবাসীর কাছে ক্লাবের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
অপরদিকে একটি সূত্র থেকে জানা গেছে, এ প্রতিযোগিতায় যশোর জেলা ক্রীড়া সংস্থা অংশগ্রহণ করছে। কিন্তু দায়িত্বশীল কোন সূত্র থেকে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করা হয়নি। এমনকি ওয়াটারপোলো দলে ৪৫ বছরের উর্ধ্বের খেলোয়াড়কেও দলর্ভূক্ত করা হয়েছে। যা নিয়ে চলছে নানা সমালোচনা।
