নিজস্ব প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেয়েছে বিপণন। বৃহস্পতিবার শামস্-উল হুদা স্টেডিয়ামে তারা ৭৪ রানে এসপিকে স্মৃতি সংসদকে পরাজিত করে। বিপণন দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেলেও বিপরীত অভিজ্ঞতা হয়েছে এসপিকে স্মৃতি সংসদের।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিপণনের অধিনায়ক জুনায়েদ হোসেন। ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৩ রান করে। ব্যাট হাতে দলের পক্ষে আদ্রিব জামান বর্ণ ৮৮ বলে ৭টি চারে সর্বোচ্চ ৬৮, নূর ২০, জুনায়েদ হোসেন ও আদনান সামি হৃদয় ১৪ রান করে সংগ্রহ করেন। এরপাশে অতিরিক্ত থেকে দলের খাতায় যোগ হয় ৪২ রান।
বল হাতে এসপিকে স্মৃতি সংসদের ইস্রাফিল হোসাইন ৩১ রানে ও আবিদ হোসেন অয়ন ৫৪ রানে ৩টি করে উইকেট দখল করেন। এছাড়া তমাল, মেজবাউর ও আবুল কালাম আজাদ একটি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ২৭ ওভার ৪ বলে সবকয়টি উইকেট হারিয়ে ১১৯ রান করে। ব্যাট হাতে নাজমুল ৩৬ বলে ৫টি চার ও দুটি ছয়ে সর্বোচ্চ ৪৭, আব্দুর রহমান ১৮, তন্ময় দত্ত ১৩ ও মেজবাউর রহমান ১২ রান করেন।
বল হাতে বিপণনের আদনান সামি হৃদয় ২১ রানে ও তুমিত হাসান ১৮ রানে ৩টি করে, তারিক সামি ২টি, আসিফ জামান ও সাদমান ১টি করে উইকেট দখল করেন।