ক্রীড়া ডেস্ক
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে বিশ্বকাপের মঞ্চে একবার ইংলিশদের মুখোমুখি হলেও কোনো টি-২০ সিরিজ খেলেনি টাইগাররা। এজন্য চলতি সিরিজটি দু’দলের জন্যই বেশ রোমাঞ্চকর হতে যাচ্ছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সাগরিকার পাড়ে ম্যাচটি গড়াবে দুপুর ৩টায়। খেলাটি দেখা যাবে টি-স্পোর্টস ও জি টিভিতে।
পরিসংখ্যান বলছে, টি-২০তে সব ইউনিটেই টাইগারদের চেয়ে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-২০তে ইংলিশরা এ পর্যন্ত ১৭০ ম্যাচে অংশ নিয়ে জয় পেয়েছে ৯২টিতে, হেরেছে ৭২টিতে। অন্যদিকে বাংলাদেশ ১৪৪টি টি-২০ ম্যাচে অংশ নিয়ে জয় পেয়েছে মাত্র ৪৯টিতে। হেরেছে ৯২টিতে। সে বিবেচনায় জয়ের তুলনায় পরাজয় বেশি টিম টাইগার্সের।
চলতি সফরে স্বাগতিক বাংলাদেশকে ওয়ানডে সিরিজ হারিয়েছে ইংল্যান্ড। এতে ড্রেসিংরুমে খানিকটা চাপ থাকলেও ঘুরে দাঁড়াতে চাইবে সাকিব আল হাসানের দল। এ কারণে স্কোয়াডেও চমক থাকবে। তামিম, মাহমুদউল্লাহ, মুশফিক কেউ খেলবেন না। তাদের জায়গায় তরুণ খেলোয়াড়রাই সাকিবের ভরসা। বিপিএলে যারা ভলো করেছে তাদের আজ সুযোগ দেওয়া হতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ। ইংল্যান্ড দল: জস বাটলার, ফিল সল্ট, ডেভিড মালান, উইল জ্যাকস, মঈন আলী, স্যাম করান, ক্রিস ওকস, রিহান আহমেদ, মার্ক উড ও জোফরা আর্চার।
আরও পড়ুন:সাকিবের রেকর্ড গড়া ম্যাচে বাংলাদেশের জয়
