কল্যাণ ডেস্ক: করোনাভাইরাস মহামারি রোধে দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে সরকারের নেয়া একদিনে এক কোটি টিকাদান কার্যক্রমশেষ হচ্ছে না। তা আরও দুই দিন অর্থাৎ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল আলোচনা সভায় যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।
তিনি বলেন, টিকাকেন্দ্রে আজ মানুষের উপচেপড়া ভিড় দেখেছি। আমাদের দেশের মানুষ টিকাবান্ধব। আমরা আগামী আরও দুই দিন টিকা কর্মসূচি চালু রাখব। সেই সাথে প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের কার্যক্রম চলবে।
শনিবার এ কর্মসূচি বন্ধ হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে টিকাদান কেন্দ্রগুলোতে ব্যাপক ভিড়ের প্রেক্ষাপটে গণটিকাদান কর্মসূচির আওতায় প্রথম ডোজ দেওয়ার সময় আরও দুদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এ দিন সকাল থেকে একদিনে এক কোটি ডোজ টিকা দেওয়া লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করে স্বাস্থ্য বিভাগ। সকালেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন।
সে সময় প্রথম ডোজের গণটিকা কার্যক্রমের মেয়াদ বাড়ানো হবে কি-না জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হলো টিকা দেওয়া। আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। কিছু না নিয়ে এলেও টিকা দেওয়া হবে। ইপিআই কার্ডের মাধ্যমে দেওয়া হচ্ছে। আমরা সন্ধ্যা পর্যন্ত কার্যক্রম দেখি, এরপর যদি প্রয়োজন হয়, আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব।
গত ১৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানিয়েছিলেন, ২৬ ফেব্রুয়ারি করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নেওয়ার শেষ দিন। এরপর আর প্রথম ডোজ টিকা দেওয়া হবে না।