ক্রীড়া ডেস্ক : প্রথম বাংলাদেশি হিসেবে আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত। বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক পদে কর্মরত এই অ্যাথলিট ছাত্রজীবনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এবারের আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ৭ মার্চ থেকে অনুষ্ঠেয় আসরে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে লড়বেন আরাফাত। প্রতিযোগিতায় তার স্থান নিশ্চিত হওয়ার পর রোববার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন আরাফাত।
আরাফাত লেখেন: ‘বিশাল ঘোষণা। সকল প্রশংসা সর্বশক্তিমানের প্রতি। অবশেষে আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে খেলার জন্য মনোনীত হলাম। স্বপ্ন সত্যি হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে।’
আরাফাত যোগ করেন, ‘আয়রনম্যান চ্যাম্পিয়নশিপে আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে ভাগ্যবান। আপনাদের সাপোর্টের প্রতি আমি কৃতজ্ঞ এবং ভালোভাবে রেস সম্পন্ন করার জন্য দোয়াও চাই। অনেক অনেক ধন্যবাদ।’
আরাফাত দৌড়েছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্তও। একাধিকবার তিনি পাড়ি দিয়েছেন বাংলা চ্যানেলও।
১৯৯০ সালের ১০ জানুয়ারি আরাফাত জন্মগ্রহণ করেন নোয়াখালীর কোম্পানীগঞ্জে। গ্রাম মুছাপুরেই তার বেড়ে ওঠা। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পেরিয়ে ২০১০ সালে আরাফাত ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। ২০১৬ সালে কর্মজীবনে ঢোকেন তিনি।