নিজস্ব প্রতিবেদক
জিতলেই সুপার ফোরে, এমন সমীকরণে রোববার যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগে মুখোমুখি হয় ‘বি’ গ্রুপের দুই দল রেইনবো বয়েজ ও শতদল। তাতে শামস্-উল-হুদা স্টেডিয়ামে প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রেইনবো বয়েজ। ব্যাট করতে নেমে ৪৭ রানে ৭ হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৩১ ওভার ২ বলে অল আউট হওয়ার আগে ১৫৭ রান জমা করে স্কোর বোর্ডে। যদিও এতে শতদলের ফিল্ডারদের পিচ্ছিল হাতের অবদান আছে। রেইনবো বয়েজের সেরা দুই ব্যাটারের ক্যাচ ফেলে দেয় তারা। তবে শেষ পর্যন্ত এই ক্যাচ মিসের মাসুল দিতে হয়নি তাদের। ৩৩ ওভার ৪ বলে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে প্রথম বিভাগের নবাগত দলটি। সেই সাথে দুই উইকেটের জয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়ে শতদল লিগের সুপার ফোর পর্ব নিশ্চিত করেছে।
এই গ্রুপ থেকে প্রথম বিভাগের টিকে থাকার লড়াইয়ে নামতে হবে উপশহর ক্রীড়া চক্রকে। তারা গ্রুপ পর্বের তিনটি ম্যাচ থেকে সংগ্রহ করেছে মাত্র এক পয়েন্ট। ধারাবাহিক তিন ম্যাচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে শতদল। সমসংখ্যক ম্যাচ খেলা রেইনবো বয়েজ ক্লাবের সংগ্রহ তিন ও গ্রুপ পর্বের মিশন শেষ করা ইয়াং প্যাগাসাসের সংগ্রহ দুই পয়েন্ট।
ব্যাট হাতে রেইনবো বয়েজের সাদি ৫২ বলে ৫টি চার ও তিনটি ছয়ে ৫৫, মাহমুদুল হাসান ৪৬ বলে ৭ চারে ৩৯ ও সাইদুর রহমান ১৪ রান করেন। শতদলের বল হাতে সঞ্জয় ৩১ রানে ৪টি, শিমুল ১৪ রানে ৩টি, ফয়সাল ১৫ ২টি ও সজিব একটি উইকেট দখল করেন।
শতদলের পক্ষে ব্যাট হাতে শিমুল ৩৩, রুম্মান ২৭, শামীম ১৮ ও সজীব ১৪ রান করেন। বল হাতে রেইনবো বয়েজের মাহমুদুল হাসান ও শাহারিয়ার হাসান ২টি করে এবং বাপ্পি, শাহিন ও জুয়েল একটি করে উইকেট লাভ করেন।