নিজস্ব প্রতিবেদক: যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলে ৭২ বলে ১০ চার ও ৫ছয়ে ১১০ রানের ইনিংস খেলেন যশোর জেলা দলের অধিনায়ক মোস্তাফিজুর রহমান বাশার। উদ্বোধনী ম্যাচে যেখানে থেমেছিলেন সোমবার সেখান থেকে শুরু করেন বাশার। এদিন শামস্-উল-হুদা স্টেডিয়ামে খেলেছেন ‘টর্নেডো’ ইনিংস। আর্ডেন্সি স্পোর্টিং ক্লাবের অন-অভিজ্ঞ বোলারদের ওপর স্টিম রোলার চালিয়ে ১৭ বলে ফিফটি তুলে নেন বাশার। যা যশোরের মাঠে দ্রুততম ফিফটির রেকর্ড। গত বছর রিপন অটোস টি-২০ ক্রিকেটে ২০ বলে ৫০ রানের রেকর্ড করেন ইমরানুজ্জামান। শেষ পর্যন্ত বাশার ৩৮ বলে খেলেছেন ৮৬ রানের ইনিংস। আর এই ইনিংসের উপর ভর করে লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তার দল প্রদিপ্ত পথ ক্রিকেট একাডেমি।
আর্ডেন্সি ক্লাবের বাদশাকে পঞ্চমবারের মত সীমানার ওপারে আছড়ে ফেলে বাশার যখন দলের জয় নিশ্চিত করেন, তখনও প্রদিপ্ত পথের হাতে ছিল ৭ উইকেট ও ১৯১ বল।
এর আগে আর্ডেন্সি ক্লাবকে ১৩৬ রানে গুটিয়ে দিতে বল হাতে কৃপণতার পরিচয় দেন বাশার। ১০ ওভারের কোটা পূরন করে ২টি মেডেনসহ ১৫ রানে আর্ডেন্সির সর্বোচ্চ রান করা বাদশার উইকেটটি ঝুলিতে ভরেন।
আর্ডেন্সির ৪৭ ওভার ৪ বলে করার ১৩৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৯ রানেই তিন উইকেট হারিয়ে প্রদিপ্ত পথ ক্রিকেট একাডেমি। এরপরে ব্যাট হাতে নামেন বাশার। প্রথম বলে মিস ফিল্ডিংয়ের কল্যাণে পেয়ে যান দুই রান। পরের দুই বল দেখে শুনে খেলেন। এরপরই শুরু হয় ব্যাটিং ঝড়। ফিফটিতে পৌঁছাতে সময় নেন ১৭ বল। এই সময় মারেন ৭টি চার ও ৩ ছয়। হাফসেঞ্চুরির পরই কমে যায় ব্যাটের ঝড়। পরের ২১ বল মোকাবিলায় মারেন ৫টি চার ও দুটি ছয়। এর পাশে প্রদিপ্ত পথ ক্রিকেট একাডেমির হয়ে মুকুট ৩০ বলে এক হালি বাউন্ডারি ও এক ছয়ে ৩০ ও আমিন ১৮ রান করেন। আর্ডেন্সি ক্লাবের আসিফ ২৮ রানে ২টি ও আবির একটি উইকেট দখল করেন।
এর আগে সকালে টসে জিতে আর্ডেন্সি ক্লাবের অধিনায়ক অসীম বিশ^াস ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রদিপ্ত পথের অভিজ্ঞ বোলিং লাইন আপের বিপক্ষে পুরো ৫০ ওভার খেলার মিশন নিয়ে ব্যাটিং শুরু করে। এই লক্ষ্যে ক্রিজে সময় কাটান বেশির ভাগ ব্যাটার। যদিও শেষ পর্যন্ত এই মিশন সফল করতে পারেনি তারা। মিশন পুরো সফল করতে না পারলেও আর্ডেন্সিকে অল আউট করতে ৪৭ ওভার ৪ বল পর্যন্ত খাটুনি দিয়েছে বাশার-রানা ও রনি মত বোলিং লাইন আপকে।
আর্ডেন্সির ব্যাটিং ইনিংসে বাদশাহ ৬৭ বলে তিনটি চারে ২২, পারভেজ ১১ বলে দু’টি চার ও একটি ছয়ে ১৮, আসিফ ৫৫ বলে একটি চার ও সমসংখ্যক ছয়ে ২১, আল আমিন ৫১ বলে একটি চার ও একটি ছয়ে ২১ ও সোয়েবুল পাঁচ বলে একটি চার ও একটি ছয়ে ১১ রান করেন। অতিরিক্ত হতে তাদের সংগ্রহ ১৫ রান।
বল হাতে প্রদিপ্ত পথের হিরা ও আবির তিনটি করে, রানা দু’টি ও একটি করে উইকেট নেন শুভ ও মোস্তাফিজুর রহমান বাশার।