নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বেজপাড়ার গৃহবধূ আইরিন পারভীন রিনি হত্যা মামলায় স্বামী সৈয়দ মাঈদুল হাসান পিয়াসকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান। অভিযুক্ত পিয়াস বেজপাড়ার বাসিন্দা।
মামলার অভিযোগে জানা গেছে, ১২/১৩ বছর আগে রিনির বেজপাড়া তালতলা এলাকার আব্দুল্লাহ আল মামুনের সাথে বিয়ে হয়। ২০১৯ সালে মামুনের মৃত্যু হলে রিনি এক কন্যা থাকা অবস্থায় পিয়াসের সাথে বিয়ে দেয় তার পরিবার। বিয়ের পর থেকে পিয়াস তার স্ত্রীর উপর নির্যাতন শুরু করে। ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি রিনি তার প্রথম স্বামীর মৃত্যুবার্ষিকী পালন করে। ১১ তারিখ জানা যায় রিনি আত্মহত্যা করেছে। এ ঘটনায় পরদিন নিহতের ভাই শহরের খালধার রোডের বাসিন্দা শাহাবুদ্দিন বাদী হয়ে নিহত রিনির স্বামী পিয়াসকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্ত সূত্রে জানা গেছে, প্রথম স্বামীর মৃত্যুবার্ষিকী পালন নিয়ে পিয়াসের সাথে মনোমালিন্যের সৃষ্টি হয় পিয়াসের। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। ওইদিন দুপুরে পিয়াস তার স্ত্রীকে এ বিষয়টি নিয়ে বাকবিতণ্ডার জের ধরে ব্যাপক মারপিট করে গুরুতর আহত করে। মায়ের কান্না শুনে মেয়ে জান্নাতি দ্রুত তার আত্মীয় স্বজনদের ফোন করে বিষয়টি জানায়। দ্রুত স্বজনের তার বাড়িতে গেলে পিয়াস ঘরের দরজা খুলে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত রিনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু বরণ করেন। এ মামলা তদন্ত শেষে সাক্ষীদের বক্তব্য, ময়না তদন্ত ও সুরতহাল রিপোর্ট পর্যালোচনা করে হত্যার সাথে জড়িত থাকায় পিয়াসকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত পিয়াসকে পলাতক দেখানো হয়েছে।