নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁচড়া বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চাঁচড়া বাসস্ট্যান্ড ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফুল, বর্তমান চেয়ারম্যান শামীম রেজা, চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মোড়ল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন বিশ্বাস, নেতা মঞ্জুরে মাহাবুব, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম আহমেদ শান্তি, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বাদশা, জেলা কৃষক লীগের সদস্য কবিরুজ্জামান কাজল, ৮নং ওয়ার্ডের সভাপতি আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা খায়রুজ্জামান শরীফসহ নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে চাঁচড়া বাজারে সমাবেশে বক্তব্যে চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফুল বলেন, বিএনপি-জামায়াত আগামী সংসদ নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র শুরু করেছে। তারা আবারো আগুন সন্ত্রাস সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করছে। তাদের সকল ষড়যন্ত্রকে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে রুখে দেয়ার ঘোষণা দেন।